করোনায় প্রতিবেশীকে সাহায্য করলে ৫ নম্বর দেবেন রাবি শিক্ষক
বিশ্ববিদ্যালয় খুললে শ্রেণিকক্ষে পাঠদান হবে জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, করোনা দুর্যোগের সময়ে প্রতিবেশীকে সহযোগিতা করলেই অ্যাসাইনমেন্টের ৫ নম্বর দিয়ে দেবেন। এমন ঘোষণা দেয়া শিক্ষক শাওন উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক।
গতকাল সোমবার (৩০ মার্চ) রাত ৮টা ১৩ মিনিটে নিজের ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন তিনি। এই স্ট্যাটাসে শিক্ষার্থীদের পড়ার চাপ না নিতে অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, আমার প্রিয় শিক্ষার্থীরা (এমবিএ দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ বর্ষ প্রথম ও প্রথম বর্ষ প্রথম সেমিস্টার) বিশ্বের এই মহাসংকটে তোমরা নিজ নিজ বাড়িতে পরিবারকে নিয়ে সুস্থ থাকো। কোর্সের পড়ালেখার বিষয়ে কোনো চাপ নেয়ার দরকার নেই। বিশ্ববিদ্যালয় খুললে আবার শ্রেণিকক্ষে পড়ালেখা হবে। আমার কোর্সের পড়ালেখা শ্রেণিকক্ষে সামনাসামনি হবে। নো অনলাইন। এই বন্ধের মধ্যে গল্প, উপন্যাস, গবেষণাকর্ম ইত্যাদি পড়ো। কোর্সের বাইরের এই পড়ালেখাগুলো ভীষণ কাজে দেবে তোমাদের। সেই সঙ্গে আশপাশের তথা প্রতিবেশীদের খোঁজখবর রাখো। সহযোগিতা করো। সহযোগিতা করতে পারলে অ্যাসাইনমেন্টের ৫ নম্বর দেব।
তিনি আরও লিখেছেন, এখনও গড়ে তিন মাস ক্যাম্পাস বন্ধ থাকে। আর বর্তমান অবস্থায় পড়ালেখা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছুই নেই। যদি ছয় মাসের বেশি বন্ধ থাকে তখন দেখা যাবে।
শিক্ষকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, ভালো পরামর্শ। তবে প্রতিবেশীকে সহযোগিতার উপযুক্ত মানসিকতা গড়ে তোলা। যেমন, পৃথিবীর বিজ্ঞানসম্মত ইতিহাস পাঠ, যুক্তি ও বিজ্ঞান চর্চা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা- এসবের মাধ্যমে পরার্থপর (স্বার্থপর ও ক্যারিয়ারমুখী না হওয়া) হয়ে ওঠা। এসব গুণাবলীর বিবেচনায় নম্বর প্রদান করা হলে তা দেশ ও মানুষের কল্যাণে লাগবে বলে আমার মনে হয়।
সালমান শাকিল/এএম/এমকেএইচ