কুবির সাংবাদিকতা বিভাগের অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ এএম, ০৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পৃথিবী। বাংলাদেশেও চলছে সাধারণ ছুটি। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসেই এ দুর্যোগ মোকাবিলায় এগিয়ে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। সাংবাদিকতা বিভাগ হিসেবে সঠিক তথ্য মানুষের কাছে ছড়িয়ে দেয়ার দায়বদ্ধতাই শুধু নয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্বও কাঁধে তুলে নিয়েছে বিভাগটি।

২০১৬ সালে যাত্রা শুরু করার পর বিভাগটিতে বর্তমানে ৫ টি ব্যাচে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য বিভাগটিতে চালু রয়েছে তিনটি বাস্তবধর্মী সংবাদমাধ্যম। বিভাগের আগ্রহী ও উদ্যমী শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন পোর্টাল ‘এমসিজে নিউজ’ এরই মধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। রয়েছে ‘এমসিজে টিভি’ ও ‘এমসিজে পডকাস্ট’। এই তিনটি সংবাদমাধ্যমের মাধ্যমে করোনাভাইরাসের প্রতিদিনের আপডেট এবং জনসচেতনতামূলক বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

করোনা মহামারিতে রূপ নেয়ার পর থেকেই নিয়মিত করোনাভাইরাসের প্রকোপ, প্রতিদিনকার হালনাগাদ তথ্য প্রচার করে আসছে বিভাগের অনলাইন পোর্টাল এমসিজে নিউজ। করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিমূলক গুজবগুলো প্রতিরোধে কাজ করছে এ নিউজ পোর্টাল। করোনা নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে সেই তথ্য সম্পর্কে খোঁজ নিয়ে সঠিক তথ্য দিয়ে এমসিজে নিউজে সংবাদ প্রকাশ করা হচ্ছে। যাতে করে মানুষ তথ্য বিভ্রান্তিতে না পড়ে।

বিভাগের আরেকটি সংবাদমাধ্যম এমসিজে টিভিও করোনাভাইরাস দুর্যোগে মানুষকে সঠিক তথ্য দেয়ার দায়িত্ব পালন করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন জনসচেতনামূলক পোস্টার, স্টিকার ও ভিডিও তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এছাড়াও ‘এমসিজে পডকাস্টে’ ভিজ্যুয়াল অডিও তৈরি করা হচ্ছে। যেখানে তারা করোনা নিয়ে শিক্ষার্থীদের জনসচেতনতামূলক কথোপকথন প্রকাশ করছে।

গুজব প্রতিরোধে নিজেদের অবস্থানের ব্যাপারে বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব উল হক ভূঁইয়া বলেন, ‘যখন সঠিক তথ্যের সংকট থাকে তখনই গুজব ছড়ায়। তাই একদিক থেকে আমরা সঠিক তথ্য দিয়ে গুজব প্রতিরোধ করছি। পাশাপাশি কোনো তথ্য বিভ্রান্তিকর মনে হলে বিভিন্ন উৎস থেকে তথ্যটি যাচাই করে সঠিক তথ্য আমাদের এই মাধ্যমগুলোতে প্রচার করে শিক্ষার্থীরা।’

mcj

তথ্য প্রচার ও গুজব বিরোধী অবস্থানের ব্যাপারে বিভাগের প্রভাষক অর্ণব বিশ্বাস বলেন, ‘ঘরে বসেও আমাদের শিক্ষার্থীরা দায়বদ্ধতার জায়গা থেকে সঠিক তথ্য প্রচারের গুরুত্বপূর্ণ কাজটি করছে। যাচাই-বাছাই করে বিশ্বের গ্রহণযোগ্য গণমাধ্যমগুলো অনুসরণ করে তারা সংবাদ প্রচার করছে। স্বাস্থ্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শসমূহ প্রচার করছে। বৈশ্বিক মহামারির এই সময়ে গুজব প্রতিরোধ করে সঠিক তথ্য প্রচার খুবই জরুরি।’

শুধু তথ্য প্রচার ও তথ্য বিভ্রাট দূর করাই নয় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্বটিও পালন করছে এই বিভাগটি। ইতোমধ্যে বিভাগটির উদ্যোগে গঠন করা হয়েছে ‘এমসিজে চ্যারিটি ফান্ড’। এই ফান্ডের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের অসহায় মানুষদের সহায়তা করা হয়েছে।

এ ব্যাপারে এমসিজে চ্যারিটি ফাণ্ডের সমন্বয়ক ওই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘এই জাতীয় সংকটের মুহূর্তে কাজ হারিয়ে বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ফান্ড। এই ফান্ড থেকে আমরা অসহায় কিছু পরিবারকে সহায়তা করেছি। পাশাপাশি আমরা এটাও জানিয়েছি কোনো শিক্ষার্থীর যদি অনটন থেকে থাকে তবে যেন আমদের গোপনে তা জানায়। আমরা ফান্ড থেকে অসুবিধায় পড়া শিক্ষার্থীদের সহায়তা করতে চাই।’

এআর/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।