শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি সমাজকর্ম এলামনাই অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২০ এপ্রিল ২০২০

চলমান করোনা সংকটে দিশেহারা সারাবিশ্ব। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষত কর্মহীন, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছে। এসব পরিবারের শিক্ষার্থীরাও কষ্ট ভোগ করছে। অনেকে টিউশনি করে নিজের খরচ যোগাতো ও পরিবারকে সহায়তা করত। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় তাদের সঙ্গে পরিবারও বিপদে পড়েছে।

এমন পরিস্থিতিতে বিভাগের অস্বচ্ছল ও অভাবগ্রস্ত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম এলামনাই অ্যাসোসিয়েশন।

এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাধারণ অ্যালামনাইদের সহযোগিতায় তহবিল গঠন করা হয়েছে। সমাজকর্ম বিভাগের সহযোগিতায় অসুবিধাগ্রস্ত শিক্ষার্থীদের তালিকা করে তাদের প্রত্যেককে প্রাথমিকভাবে ৩৫০০ টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে অসুবিধাগ্রস্ত সবাইকে এ সহযোগিতার আওতায় আনা হবে।

সমাজকর্ম এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম (শামীম) বলেন, এ দুর্যোগকালে আমাদের নৈতিক দায়িত্ব বিভাগের ভাইবোনদের পাশে থাকা। ইতিপূর্বে এলামনাই অ্যাসোসিয়েশন এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করেছে। সকলের সহযোগিতায় আমরা সাধ্যমত চেষ্টা করছি। আমাদের এ সহযোগিতা যতদিন করোনা সংকট থাকে ততদিন অব্যাহত থাকবে।

সংগঠনের সভাপতি এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামীম খান বলেন, বিভাগের সবাই সাধ্যমত সহযোগিতা করছেন। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং এ কার্যক্রম অব্যাহত রাখতে বিভাগের সবার সহযোগিতা কামনা করেন।

এইউএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।