বশেমুরবিপ্রবির নতুন রেজিস্ট্রার আব্দুর রউফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ৩০ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রেজিস্ট্রার হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার মো. আব্দুর রউফকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১১(০৯) ধারার ক্ষমতা বলে উপরেজিস্ট্রার খান মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেয়া হয়।

আদেশে ১ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট যোগদানপত্র দাখিলের নির্দেশনা দেয়া হয়।

প্রাথমিকভাবে তার এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ছয় মাস। তবে দাফতরিক কাজ কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক হলে পরবর্তীতে চুক্তির মেয়াদ বৃদ্ধি হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সুকান্ত সরকার/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।