ঢাবিতে হল খুলে পরীক্ষা নেয়ার দাবি, কুশপুতুল দাহ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১২ জানুয়ারি ২০২১

স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল খুলে পরীক্ষা গ্রহণ, করোনাকালে বিশ্ববিদ্যালয়ের সব বেতন-ফি মওকুফ এবং টিএসসির বর্তমান অবকাঠামো না ভাঙার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কুশপুতুল দাহ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে জোটের ঢাবি শাখার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুশপুতুল দাহ করেন জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জোটের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সোহাইল আহমেদ শুভর সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিকের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ এবং ছাত্র ফন্টের ঢাবি শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা। এ সময় সেখানে ছাত্র ফন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকীসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

jagonews24

সমাবেশে জোট নেতৃবৃন্দ বলেন, করোনার বিশেষ পরিস্থিতিতে প্রশাসন প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীদের জোর করে নিয়ে এসে কোনো ধরনের আয়োজন ছাড়াই পরীক্ষায় বসিয়ে দিচ্ছে। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর জুলুমের শামিল। ইতোমধ্যে অনেক বিভাগে পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেক বিভাগে পরীক্ষার ঘোষণা দেয়া আছে। ঢাকার বাইরে থাকা বিপুলসংখ্যক শিক্ষার্থী ঢাকায় এসে কোথায় থাকবেন, কী করবেন- তার কোনো নিশ্চয়তা না দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বক্তারা আরও বলেন, করোনা মহামারি অর্থনৈতিক সঙ্কট তৈরি করেছে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের আয় কমে যাওয়া ও চাকরি হারানোর পরিস্থিতির মধ্যে শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও এ বছরের বেতন-ফি নিচ্ছে প্রশাসন। বেঁধে দেয়া সময়ে বেতন-ফি দিতে না পারায় অনেক শিক্ষার্থীকে জরিমানাও গুণতে হচ্ছে। প্রশাসনের এসব অগণতান্ত্রিক সিদ্ধান্তের আমরা প্রতিবাদ জানাই।

jagonews24

তারা বলেন, টিএসসি ভবন কেবল ইট-পাথরের কোনো ভবন নয়। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্র এই টিএসসি। সব মত ও পথের মানুষের মিলনকেন্দ্র এই টিএসসি। টিএসসি ভেঙে ২০ তলা ভবন বানিয়ে এর পরিসরকে সঙ্কুচিত করার চক্রান্ত চলছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে নানা সঙ্কট চলছে। হলে জায়গা নেই, শিক্ষার্থীরা ঘুমাতে পারেন না। তারা হলের বারান্দা, মসজিদ ও ক্যান্টিনে ঘুমান। গ্রন্থাগারে শিক্ষার্থীদের বসার জায়গা নেই। এসবের সুরাহা না করে প্রশাসন ২০ তলা ভবন নির্মাণের যে প্রকল্প নিচ্ছে, তার পুরোটাই বাণিজ্যিক উদ্দেশ্যে। এখানে শিক্ষার্থীদের কোনো স্বার্থ নেই। ছাত্রসমাজ এই চক্রান্ত মেনে নেবে না।

এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সব সঙ্কট সমাধান করে অবিলম্বে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বক্তারা জানান, তিন দাবিতে তারা গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পরিচালনা করছেন।

সমাবেশ থেকে আগামী ২৪ জানুয়ারি বেলা ১২টায় প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে রাজু ভাস্কর্যে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এ সময় সেদিন সারাদেশে অবস্থানরত ঢাবি শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইনে সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

আল সাদী/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।