বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান পায়রা এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে এবং ৭৫টি মোমবাতি প্রজ্বলন করে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

jagonews24

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখী, সমৃদ্ধ অর্থনীতির অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথে নিরলস কাজ করে যাচ্ছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় কোষাধ্যক্ষ আবদুল মান্নান, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. এএইচ এম মাহবুবুর রহমান, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. আব্দুছ ছাত্তার, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শাহজালাল এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব এস এম ইউসুফ আলী বক্তব্য দেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।