ইবি শিক্ষক সমিতির দায়িত্ব হস্তান্তর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২২
ইবি শিক্ষক সমিতির দায়িত্ব হস্তান্তর

দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা।

সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

একই সঙ্গে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে বিদায়ী ক্রেস্ট দেন করেন নব নির্বাচিত সভাপতি-সম্পাদক। এছাড়া সমিতির নব নির্বাচিত সদস্য ও সাবেক সদস্যদের ক্রেস্ট দেওয়া হয়।

শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট সংগঠন। আমাদের আদর্শ ভিন্ন হতে পারে তবে সমিতির ক্ষেত্রে আমরা একটি পরিবার। দলমত নির্বিশেষে সমিতিকে পরিবার মনে করে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করবো।

সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হক, সাবেক সহ-সভাপতি প্রফেসর ড. মেহের আলী, সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর ড. শেলীনা নাসরীন, বর্তমান সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল বারীসহ সংগঠনটির বাকি সদস্যরা।

শিক্ষক সমিতির নির্বাচন গেলো বছরের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে বিএনপিপন্থী শিক্ষকরা সভাপতিসহ ১০টি পদে এবং আওয়ামীপন্থী শিক্ষকরা সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে নির্বাচিত হন।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।