সিলিং ফ্যান পড়ে নোবিপ্রবির দুই শিক্ষার্থী আহত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সিলিং ফ্যান খুলে পড়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) অডিটোরিয়াম ভবনের ৫০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের (বিএমবি) ২০১৮-১৯ সেশনের মাহফুজুল হক ও রুবিনা রাহা। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। অন্যজন হাতে আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভাগের ক্লাস টেস্ট পরীক্ষা শেষে শিক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের বিভাগের অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে তাকে সিটিস্ক্যানের জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়।
এ বিষয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকার বলেন, ‘জানতে পেরেছি সিলিং ফ্যান পড়ে আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছে। তখন আমি ঘটনাস্থলে ছিলাম না, পাশে ক্লাস নিচ্ছিলাম।’
তিনি আরও বলেন, আমাদের বিভাগের শ্রেণিকক্ষ সংকট রয়েছে। এজন্য আমাদের এক ম্যাম অন্য বিভাগে শ্রেণিকক্ষে ক্লাসটেস্ট নিচ্ছিলেন। পরীক্ষা শেষে এই ঘটনা ঘটে। একজন শিক্ষার্থী মাথায় আঘাত পেয়েছে। তাকে নোয়াখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সিটিস্ক্যান করানো হয়েছে। রিপোর্ট আগামীকাল পাওয়া যাবে। অন্যজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআর/জিকেএস