কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক আকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৪ নভেম্বর ২০২২

দৈনিক সমকাল প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহিকে সভাপতি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আহমেদ ইউসুফ আকাশকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ফলাফল ঘোষণা করেন অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।

এরআগে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটিতে দৈনিক আজকালের খবর প্রতিনিধি মীর শাহাদাত হোসেন সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ইকবাল মনোয়ার অর্থ-সম্পাদক, মানবকন্ঠের প্রতিনিধি জুবায়ের রহমান দপ্তর সম্পাদক, দৈনিক যুগান্তরের সাঈদ হাসান তথ্য ও পাঠাগার সম্পাদক ও মোহাম্মদ শাহীন আলম ও হাবিবুর রহমানকে সদস্য করা হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।