এইচএসসি
ঢাকা কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষায় ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮১ শিক্ষার্থী। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৮৫.৯৫ শতাংশ
তিনি জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় এক হাজার ১৫৪ শিক্ষার্থী অংশ নিয়ে এক হাজার ১৫১ জন উত্তীর্ণ হয়েছে। একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সে অনুযায়ী পাসের হার ৯৯.৮৩ শতাংশ।
আরও পড়ুন: ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল
এইচএসসির ফল নিয়ে সন্তোষ প্রকাশ করে ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, ফল ভালো হয়েছে। তবে আরও ভালো করতে পারলে খুশি হতাম। আমরা সবসময় ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। প্রত্যাশা করছি সবার চেষ্টায় আগামী বছর ফল আরও ভালো করতে পারবো।
আরও পড়ুন: এইচএসসি পাস করলেন ক্যাম্পের চার নারী ফুটবলার
নাহিদ হাসান/বিএ/জিকেএস