ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ককটেল বিস্ফোরণ

ভোরে নিষিদ্ধ ছাত্রলীগকে কাটাবন থেকে শাহবাগ সড়কে ঝটিকা মিছিল করতে দেখা যায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কাটাবন থেকে শাহবাগ সড়কে তাদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে। সোমবার (১৬ জুন) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন। ঝটিকা মিছিল শেষ করেই তারা এদিক ওদিক ছত্রভঙ্গ হয়ে যায়।

ঢাবি শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে মুজিব হলের পকেট গেটে জয় বাংলা স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণ করে তারা।

এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে ঢাবি শিক্ষার্থীদের মনে। মুজিব হলের সমাজবিজ্ঞানের এক শিক্ষার্থী বেলায়েত হোসেন ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-এ লিখেছেন, ঘুম ভাঙলো জয় বাংলা ও শেখ হাসিনা স্লোগান শুনে। তখন ভোর ৫টা ৫০ মিনিট স্লোগান শুনে বারান্দায় গিয়ে দেখি পরিবাগ মোড়ে ১৫ জনের মতো। পরে তারা যে যার যার মতো একেক জন, একেক রাস্তা দিয়ে চলে যাচ্ছে।

এসময় শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনের রাস্তায় দুইটা ককটেল ফাটায় তারা।

ক্ষোভ প্রকাশ করে বেলায়েত লেখেন, এজন্যই কি এত আন্দোলন-সংগ্রাম করা হয়েছিল? যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় সংঘটিত হয়ে এভাবে সন্ত্রাসী কার্যক্রম করতে পারে?

এ বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাহবাগ থেকে পরীবাগের দিকে একটি ঝটিকা মিছিল করে। যদিও এলাকাটি ক্যাম্পাসের না, তবে এই ঘটনায় আমরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছি।

এফএআর/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।