ইসলামী বিশ্ববিদ্যালয়

নবীন ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন ছাত্রীকে নির্যাতন ও র‍্যাগিংয়ের ঘটনা ও অভিযুক্তদের পাল্টা অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। চার সদস্য বিশিষ্ট এ কমিটিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আহসানুল হককে আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উভয়ের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে হল থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার। তারা দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক। এছাড়া হলের শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাকও কমিটিতে আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জাগো নিউজকে বলেন, কোনো বিশ্ববিদ্যালয় র‍্যাগিং সমর্থন করে না৷ আমরা ঘটনাটি শুনেছি। ওই হলে কী হয়েছে সে বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে।

আরও পড়ুন: ইবিতে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ছাত্রলীগ নেত্রীর

শনিবার ও রোববার দেশরত্ন শেখ হাসিনা হলে দুদফায় নবীন এক ছাত্রীকে তিন-চার ঘণ্টা করে নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযুক্তরা মারধরের পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি-ধামকি এবং ওই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ভাইরাল করাসহ বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। এতে ভয় পেয়ে সোমবার সকালে নিজ বাড়িতে ফিরে গেছেন মেয়েটি।

পরিবারের পরামর্শে মঙ্গলবার বিচার চেয়ে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরি অন্তরা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ তাদের সঙ্গীরা।

রুমি নোমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।