ইসলামী বিশ্ববিদ্যালয়

ভিসির কার্যালয়ে ফের তালা দিলেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩
ভিসির কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে আবারো তালা দিয়ে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশী ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপাচার্যের কণ্ঠ সাদৃশ কিছু অডিও ফাঁস হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের নিয়োগ নিয়ে চাকরি প্রত্যাশীদের সঙ্গে কথা বলতে শোনা যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থানায় সাধারণ ডায়েরি করেছেন। একই সঙ্গে আসন্ন তিনটি নিয়োগ বোর্ড স্থগিত করা হয়।

আরও পড়ুন: ভিসির কার্যালয়ে তালা দিয়ে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ

তবে অডিও ফাঁস নিয়ে অস্থায়ী চাকরিজীবী পরিষদ নামক সংগঠন থেকে ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও চাকরিপ্রত্যাশীরা শনিবার উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তালা ঝুলিয়ে আবারো বিক্ষোভ করতে দেখা যায় তাদের।

ভিসির কার্যালয়ে ফের তালা দিলেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা

এ সময় তারা উপাচার্যকে দুর্নীতিপরায়ণ আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ জাগো নিউজকে বলেন, উপাচার্যের কার্যালয়ের গেট খোলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা তার সঙ্গে আলোচনা করছি।

রুমি নোমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।