জাবির কলা ও মানবিক অনুষদের প্রকল্প সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৩ মার্চ ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)কলা ও মানবিক অনুষদের প্রকল্প সেমিনার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহায়তায় পরিচালিত এ প্রকল্প সেমিনার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

এসময় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নির্ণয়ে ভূমিকা পালন করে। এ জন্য মানসম্মত গবেষণা জরুরি।

সেমিনারে শিক্ষকগণ পৃথকভাবে অনুষ্ঠিত ৯টি অধিবেশনে কলা ও মানবিক অনুষদের গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন।

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

হাফিজুর রহমান/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।