ঢাবিকে হারিয়ে ফাইনালে রাবি


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৪ মার্চ ২০১৬

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর প্রথম সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার সকাল ৯ টায় রাবির স্টেডিয়ামে রাবি বনাম ঢাবির মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন রাবি দলের অধিনায়ক নাজমুস সাকিব। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে রাবি। রাবির পক্ষে সর্বোচ্চ ৯০ রান সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের হিমেল।

জবাবে ঢাবি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। ঢাবির পক্ষে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করে সুজন। খেলা শেষে রাবি ২৫ রানে জয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ হয় রাবির হিমেল।

এদিকে দুপুর সোয়া ২টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয়। টসে জিতে ব্যাট করছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, গত ৮ মার্চ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় রাবি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

রাশেদ রিন্টু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।