চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১২ আগস্ট ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে বিশাল সাইজের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ১০ ফুট এবং ওজন প্রায় ১৪ কেজি।

শনিবার (১২ আগস্ট ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জোবরা গ্রামের চাঁদ বকসের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন চবির প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিকুল ইসলাম।

সাপটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পেছনের জনমানবহীন একটি পাহাড়ে অবমুক্ত করা হয়।

উদ্ধারকারী রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাপটি বার্মিজ প্রজাতির পাইথন বা অজগর। এটি প্রায় ১০ ফুট লম্বা হবে, ওজন ১৪ কেজির মতো। শুক্রবার দুপুরের দিকে চাঁদ বকসের বাড়িতে ঢুকে পড়ে। তারা আমাদের জানায় বিশাল সাপটি একটি গাছের ওপর আছে। সাপটি বাড়ির আঙিনায় নামলে আমরা খবর দিতে বলি। পরে শনিবার বিকেলে আমাদের খবর দিলে উদ্ধার করি।

তিনি বলেন, অজগর বিষধর না। অজগর নিয়ে অনেক কুসংস্কার আছে। এদের নিঃশ্বাস লাগলে নাকি শরীর পচে যায়। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

রফিকুল আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়বেষ্টিত। এটি অজগর সাপের আদর্শ স্থান। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে কোনো ক্ষতি করে না।

আহমেদ জুনাইদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।