শ্রীমঙ্গলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

শ্রীমঙ্গলের চা বাগান ও লাউয়াছড়ার বনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগের একাডেমিক ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও নিউমিডিয়া কোর্সের ৪৩ জন শিক্ষার্থী এ ট্রিপে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক ড. শরীফুল ইসলাম ইমশিয়াত জানান, শিক্ষার্থীরা শ্রীমঙ্গলের চা শিল্প, লাউয়াছড়ার বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্যের সম্যক ধারণা নেন। কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ডকুমেন্টারি তৈরি করেন।

আরও পড়ুন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত

ট্রিপে অংশ নেওয়া শিক্ষার্থী সামিহা নুর কনা বলেন, এতোদিন শুধু ক্লাসরুম থিওরিটিক্যাল পড়েছি। এখানে এসে হাতে-কলমে আরও বেশি শিখতে পারছি। গ্রামের মানুষের জীবনবোধ সর্ম্পকে জানতে পারছি। তাদের নিয়ে অনেক সুন্দর ডকুমেন্টারি তৈরি করতে পারছি।

শ্রীমঙ্গলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ

সাইয়্যেদ ইরতেজা নামের আরেক শিক্ষার্থী বলেন, এটা আমার শেষ সেমিস্টার। শেষ সেমিস্টারটা যেন অনেক প্রাপ্তির মধ্যে দিয়ে শেষ হচ্ছে। এখানে এসে আমার অনুভূতি হচ্ছে এরকম একটা ফিল্ড ট্রিপ অনেক আগেই দরকার ছিল।

ড. শরীফুল ইসলাম ইমশিয়াত বলেন, প্রথাগত শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী ও প্রাকটিক্যাল নলেজ ধারণ করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।