নবীনদের আগমনে মুখরিত ইবির প্রাঙ্গণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে শনিবার (২ সেপ্টেম্বর)। নিজ নিজ বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে বরণ করা হয়েছে নবীনদের। ফুল, কলম ও ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ডায়ন চত্বর, ঝাল চত্বর, বটতলা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, জিয়া মোড়, মফিজ লেকসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় ছিল নবীনদের সরব উপস্থিতি। সকাল ৯টা থেকেই তাদের ক্যাম্পাসে আসা শুরু হয়। প্রথম দিন হিসেবে অনেকের সঙ্গে তাদের অভিভাবকদেরও দেখা যায়।

নবীনবরণের প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের বিভাগের নতুন বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর দৃশ্যও ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও দেখা গেছে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে নিজেদের মধ্যে এবং সিনিয়রদের সঙ্গে পরিচিত হচ্ছেন। এ সময় সিনিয়ররা নবীনদের ক্যাম্পাসের শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

University1.jpg

আরও পড়ুন: আবেদনের শর্ত পূরণ না করেই মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ

ঢাকা থেকে আসা নবীন শিক্ষার্থী মারুফ হাসান বলেন, আজকে ক্যাম্পাসে আমার প্রথম দিন। আসলেই অনেক ভালো লাগছে। বিভাগের বড় ভাইয়া-আপুদের আন্তরিকতা, স্নেহ এবং ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। ক্যাম্পাসটা ঘুরে দেখলাম, সুন্দর লেগেছে। বিশেষ করে লেক এবং মেইন গেইটের সামনে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে।

ঠাকুরগাঁও থেকে আসা আরেক নবীন শিক্ষার্থী দেব ক্রান্তি রায় বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন হিসেবে আমি সত্যিই অনেক রোমাঞ্চিত এবং আনন্দিত। দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমাদের বিভাগের শিক্ষকরা খুবই আন্তরিক। তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। ক্যাম্পাস জীবনে পরবর্তীতে কি কি হতে পারে, কীভাবে চলতে হবে? আমাদের বিভাগের শিক্ষকরা সেসব বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

রুমি নোমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।