রাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে (রামেকে) নিয়ে যান তার সহপাঠীরা। পরে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম ফুয়াদ আল খতিব। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। তার বাসা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর রুমে থাকতেন ফুয়াদ।

ফুয়াদের বন্ধু মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, ‌‘গতকাল রাতে আমার বন্ধু বাড়ি থেকে এসেছে। রাতে খাওয়া-দাওয়া শেষে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ে সে। সিঙ্গেল রুম হওয়ায় এবং রাতে জার্নি করায় সকালে তাকে কেউ ডাকতে যায়নি। সারাদিন চলে যাওয়ায় আমি ও আমার বন্ধু সাব্বির রুমে গিয়ে দেখি সে শুয়ে আছে। নাড়া দিতেই তার মুখ দিয়ে লালা পড়ছিল এবং পুরো শরীর কালো হয়ে গিয়েছিল। পরে আমরা তাকে রামেকে নিয়ে আসি। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

ফুয়াদকে এক নজর দেখতে রামেকে পাড়ি জমান তার সমাজকর্ম বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা। এসময় তার আপন ভাই ও সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে রাজশাহী মেডিকেল কলেজ।

মতিহার জোনের এডিসি একরামুল বলেন, ‘কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার মৃত্যু কয়েক ঘণ্টা আগে হয়েছে। আমরা এখন পোস্টমর্টেমের (ময়নাতদন্ত) জন্য পাঠিয়েছি। পোস্টমর্টেমের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, ‘আমার খুব প্রিয় ছাত্র ছিল ফুয়াদ। সে খুব মেধাবী ছিল। পড়াশোনা শেষ করেই বিসিএস ক্যাডার হবে প্রত্যাশা ছিল তার। তাকে হারিয়ে আমিসহ আমাদের বিভাগ নিস্তব্ধ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সে (ফুয়াদ) সুইসাইড করার মতো ছেলে না। আমরা তার মৃত্যুর আসল কারণ জানতে চাই।’

মনির হোসেন মাহিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।