আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলের ওপর হামলার তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দলের ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাবির জনসংযোগ দপ্তরের একটি বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলটি যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী মাঠে ঢুকে পড়ে। ঢাবি ক্রিকেট টিমের খেলোয়াড়দের ওপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে তারা এবং হামলা চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিমের ৬ জন খেলোয়াড় গুরুতর আহত হয়।

jagonews24

আরও পড়ুন> রাজশাহী বিশ্ববিদ্যালয়/ ক্যাচ ধরাকে কেন্দ্র করে উত্তেজনা, ঢাবির দুই খেলোয়াড় আহত 

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা অখেলোয়াড়সুলভ এবং অনাকাঙ্ক্ষিত। আয়োজনকারী বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ব থেকেই বিশেষ সতর্কতা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। স্বাগতিক ভেন্যু হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল প্রতিপক্ষ টিমকে সম্মান দেখানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ধরনের প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজনে ব্যর্থতার পরিচয় দেওয়া এবং এর ফলে অপ্রীতিকর ঘটনা ঘটার কথা উল্লেখ করা হয়।

এ ঘটনার পর তাৎক্ষণিক খেলা বন্ধ হয়ে যায়। যদিও পড়ে আলো স্বল্পতার কারণ দেখিয়ে উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এনএস/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।