তৃতীয়দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে ইবি শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৩ জুলাই ২০২৪
কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে টানা তৃতীয়দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। বুধবার (৩ জুলাই) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করেন।

একইসঙ্গে তারা পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষকরা বলেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা থেকে মুখ ফিরিয়ে নেবে। আমরা তো বেশি কিছু চাইনি। আমাদের দেওয়া সুবিধা কেড়ে নেওয়া হবে কেন?'

তৃতীয়দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে ইবি শিক্ষকরা

শিক্ষকরা বলেন, সরকার যে পেনশন স্কিম বাস্তবায়ন করার চেষ্টা করছে এটি হলে অবসরের পর বার্ধক্যে আমাদের অসহায় হয়ে পড়তে হবে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মাঠে আসতে হয়েছে। দাবি আদায় না হওয়ায় পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। এসময় শিক্ষকরা অর্থমন্ত্রী কর্তৃক শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দেওয়ার প্রতিবাদ জানান।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। যতদিন যৌক্তিক সমাধান না আসবে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে আমরা তা পরবর্তীতে পুষিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মুনজুরুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।