জবি শিক্ষার্থীদের আবাসন ভাতা নিয়ে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ এএম, ২০ জানুয়ারি ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন ভাতার বাজেট প্রস্তাবনা তৈরিতে গঠন করা হয়েছে ৭ সদস্যের কমিটি। কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী ২০ কার্যদিবসের মধ্যে।

রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিনকে। সদস্য সচিব হিসেবে আছেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কেএএম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত রোববার থেকে অনশন কর্মসূচি শুরু করে জবি শিক্ষার্থীরা। পরদিন সোমবার বিকেলে সচিবালয়ের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে দুটি দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাস পেয়ে অনশন ভাঙেন তারা। পরে শুক্রবার শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

আরএএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।