একটি ফোনকলেই বেঁচে গেলেন প্রসূতি মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

জয়পুরহাটে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হটলাইন নম্বরে ফোনকলে অল্পের জন্য বেঁচে গেলেন প্রসূতি মা ও নবজাতক। মা ও নবজাতক বেঁচে যাওয়ায় খুশি তার পরিবার।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে ওই প্রসূতি নারীকে অ্যাম্বুলেন্সে করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন তিনি।

মা ও শিশু কল্যাণ কেন্দ্র সূত্রে জানা যায়, জেলার আক্কেলপুর উপজেলার চাপাডাল গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে তানিয়া টাকার অভাবে কোনো ক্লিনিকে যেতে পারছিলেন না। নিজ বাড়িতে অসহনীয় ব্যথায় চিৎকার করছিলেন। মেয়ের কষ্ট দেখে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হটলাইনে ফোন করেন মা মরিয়ম বেগম। ফোনকলে তাৎক্ষণিক মিলে যায় সেবা। পাঠিয়ে দেয়া হয় অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে রাতেই তানিয়ার অস্ত্রোপচার করা হয়।

Ma-(2).jpg

প্রসূতির মা মরিয়ম বেগম জানান, টাকার অভাবে মেয়েকে কোনো ক্লিনিকে ভর্তি করতে পারছিলেন না। মেয়ে প্রসবব্যথায় ছটফট করতে থাকেন। তখন তাকে এক প্রতিবেশী মা ও শিশু কেন্দ্রের হটলাইনে ফোন করতে বলেন। ফোন করা মাত্রই বিনামূল্যে দ্রুত সেবা মিলে যায়। তিনি বলেন, আমার মেয়ে ও নবজাতক বেঁচে যাওয়ায় আমি অনেক খুশি।

জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জোবায়ের গালিব বলেন, ‘রাতে আমাদের কাছে হটলাইনে ফোন আসে দরিদ্র পরিবারের এক নারী প্রসবব্যথায় ছটফট করছেন। খবর পেয়ে ওই নারীকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে এসে ভর্তি করা হয়। পরে ডা. শাহানাজ পারভীনের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। এই দরিদ্র পরিবারের পাশে থাকতে পেরে আমি এবং আমার চিকিৎকরা অনেক খুশি।’

রাশেদুজ্জামান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।