নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো অজ্ঞাতপরিচয় নারীর
নাটোরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে নাটোর রেলওয়ে স্টেশনের দক্ষিণে সার গোডাউনের কাছে এ ঘটনা ঘটে।
নাটোর রেলওয়ে স্টেশনের আরএনবি (এএসআই) আবু তালেব জানান, বুধবার সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছানোর আগে স্টেশন রেলগেটের দক্ষিণে সার গোডাউন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন এক নারী। ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান এই কর্মকর্তা। তবে এখনো মরদেহের পরিচয় জানা যায়নি।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস