সেতুর টোল আদায়ে নৈরাজ্য
সংবাদ প্রকাশের পর এসপির অভিযান
সেতুর টোল আদায়ে অনিয়মের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী পুলিশ সুপার ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ, পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমসহ সড়ক বিভাগের লোকজন এবং সেতুর ঠিকাদার উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, সরকার সেতুর যে টোল নির্ধারণ করেছে তার থেকে একটি পয়সাও বেশি নেওয়া যাবে না। যদি কোনো যানবাহন থেকে বেশি টোল আদায় করা হয় তবে তথ্য প্রমাণসহ অভিযোগ করবেন।
পটুয়াখালী সেতুর টোল আদায়ে নৈরাজ্য শিরোনামে দুপুরে জাগোনিউজ২৪.কম-এ পটুয়াখালী সেতুতে টোল আদায়ে নৈরাজ্য শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর নিয়ে জেলাজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
আব্দুস সালাম আরিফ/এসজে