সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে লক্ষ্মী রানী ভক্ত (৭৪) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী ওই মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা নুর ইসলাম শেখ বলেন, তিনি নিহতের বাড়ির কিছু খেজুর গাছ কাটেন। আজ ভোরের দিকে খেজুরের রস দিতে ওই বাড়িতে যান। এসময় ঘরের দরজা খোলা এবং সামনে কাউকে না পেয়ে পাশের বাড়ির ভাইয়ের মেয়ে কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

প্রতক্ষদর্শী কৃষ্ণা মন্ডল বলেন, সকাল ৭টার দিকে তিনি ওই বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি তার মাসিকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে নিহতের ছেলেকে খবর দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের ছেলে তাপস কুমার ভক্ত পিরোজপুর জেলা জজ আদালতের আইনজীবী। তিনি বলেন, ‌‘ভোরে বোন কৃষ্ণা ফোন দিয়ে মাকে হত্যার খবর দেন। খবর পেয়ে বাড়িতে এসে বসতঘরের খাটের ওপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পাই।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ঘরের পেছন থেকে সিঁধ কেটে ঢুকে লক্ষ্মী রানী নামের এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।