১৫ বছর পর ফের চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস। বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় এটি চালু হচ্ছে। এতে কুড়িগ্রামে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কাছে কারখানাটি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার এস.এম জাহিদ হাসান, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্য কর্মকর্তারা।
কারখানাটি ৩০ বছর মেয়াদে লিজের মাধ্যমে নিয়ে ব্যবসা পরিচালনা করবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড।
জানা গেছে, ১৯৮৪ সালে ২৯টি মেশিন দিয়ে প্রায় ১৬ একর জমির ওপর চালু হয় কুড়িগ্রাম টেক্সটাইল মিলস। পর ২০১১ সালের নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় এটি। এতে কর্মক্ষম হয়ে পড়েন প্রায় ৮০০ শ্রমিক। গত ১৫ বছর ধরে বন্ধ ছিল কারখানাটি। এখন ফের এটি চালু হলে এতে কর্মসংস্থান হবে স্থানীয় প্রায় দুই হাজার মানুষের।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এমডি বসির আহমেদ বলেন, আমরা এমন কিছু শিল্প এখানে করতে চাই, যে শিল্পে স্থানীয়দের কর্মসংস্থানের বিশাল একটা পরিবেশ সৃষ্টি হবে। আমরা সারাদেশে যেখানে যা করেছি সব মানব কল্যাণে। কুড়িগ্রামেও মানব কল্যাণের জন্য কিছু করার প্রয়াস আছে। আশা করি তারা আমাদের সহযোগিতা করবে।
জেডএইচ/জিকেএস