নাটোরে নীলগাই উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:০৮ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
নাটোরের বাগাতিপাড়ায় উদ্ধার হওয়া নীলগাই/জাগো নিউজ

নাটোরের বাগাতিপাড়ায় একটি নীলগাই উদ্ধার করেছেন এলাকাবাসী। শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার শেখপাড়া গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। পরে পুলিশের মাধ্যমে সেটি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবপাড়া গ্রামের রাশেদুল ইসলাম নামে এক যুবক জানান, শনিবার দুপুরে তিনি ভ্যানে যাওয়ার পথে এই প্রাণীটিকে দেখেন। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে ধরে ফেলে। তারা ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ির পেছনের নীলগাইটিকে বেঁধে রাখে। পরবর্তীতে বাগাতিপাড়া মডেল থানায় খবর দিলে পুলিশ নীলগাইটিকে থানায় নিয়ে যায়।

শেখপাড়া গ্রামের বাসিন্দা সোহেল রানা জানান, নীলগাই আটকের পর নানা স্থান থেকে লোকজন ভিড় জমায়। তারা এ ধরনের প্রাণী আগে কখনো দেখেননি বলে জানান গ্রামের অনেকে।

নাটোরে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক দুলাল ইসলাম জানান, নীলগাই উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার জানান, এটি বিলুপ্তপ্রায় নীলগাই। সম্ভবত দলছুট হয়ে চলে এসেছে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা মিম তাবাসসুম প্রভা জানান, রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নীলগাইটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।