ঝালকাঠির ২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ঝালকাঠির দুই সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

রোববার (৯ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অধ্যাপক ডা. মাওলানা হেমায়েত উদ্দিন ও ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে শেখ নেয়ামুল করিমের নাম ঘোষণা করা হয়।

মো. আতিকুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।