ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ভালোবাসা দিবসবিরোধী’ প্রচারণা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব ভালোবাসা দিবসবিরোধী প্রচারণা চালানো হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী ‘ইত্তেহাদুল আহবাব ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই প্রচারণা চালানো হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে প্রেম সংক্রান্ত বিষয়ের খারাপ দিকগুলো তুলে ধরে শিক্ষার্থীদের এসব থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। এছাড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ, রেলওয় স্টেশন এলাকায় প্রচারণা চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় নিয়মিত এ প্রচারাভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।
সংগঠনের আখাউড়ার দায়িত্বে থাকা আসিফ নেওয়াজ বলেন, ‘আমরা বলার চেষ্টা করেছি যে, কীভাবে সমাজে প্রেম-ভালোবাসার নামে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। এসবের কারণে আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, সে বিষয়টি শিক্ষার্থীদের বোঝানো হয়।’
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস