শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা

৫ বছর কারাভোগ করে সদ্য খালাস পাওয়া বিএনপি কর্মীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৫২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হত্যাচেষ্টা মামলায় সদ্য খালাসপ্রাপ্ত বিএনপি কর্মী আজাদ হোসেন খোকন (৫২) মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌর শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

খোকন কাচারীপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে। তিনি শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি এ মামলার ৪৭ নেতাকর্মীর সঙ্গে তিনিও খালাস পান। এর আগে ৫ বছর কারাভোগের পর গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এক শোক বার্তায় জানান, আজাদ হোসেন খোকন বিএনপির নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তিনি বিনা অপরাধে শেখ হাসিনা হত্যাচেষ্টার মিথ্যা মামলায় ৫ বছর কারাভোগ করেন। এ মামলা থেকে গত ৫ ফেব্রুয়ারি তিনিসহ ৪৭ নেতাকর্মী খালাস পেয়েছেন।

শেখ মহসীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।