টাঙ্গাইলে ইভটিজিংয়ের শিকার নারী সমন্বয়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:১২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

টাঙ্গাইলে ইভটিজিংয়ের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি। এসময় বীথির সঙ্গে তার দুই বোন ছিলেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভিক্টোরিয়া ফুডজোনের সামনে চার যুবক এ ঘটনা ঘটান। এসময় ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন তারা। এদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি।

সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক সমন্বয়ক বীথির সঙ্গে তর্কাতর্কি করছেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যান।

ফাতেমা রহমান বীথি বলেন, টাঙ্গাইল প্রেসক্লাব থেকে ওই ইভটিজাররা অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর তারা টিজ করে। এসময় তারা বিভিন্ন মন্তব্য করে। প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইভটিজারদের শাস্তির দাবি করেন সমন্বয়ক ফাতেমা রহমান বীথি।

তবে টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘটনাটি জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।