১৯৪ কেজির ভোল মাছ দুই লাখ ৬০ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদে ধরা পড়েছে ১৯৪ কেজি ওজনের ভোল মাছ/জাগো নিউজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদে ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। মাছটি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

শাহপরীর দ্বীপ নৌ-ঘাটের সভাপতি মো. হাসান জানান, দুপুরে শাহপরীর দ্বীপের বাসিন্দা কালা মিয়ার জালে ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়ে। মাছটি যখন সাত-আটজন লোক গাছের সঙ্গে পেঁচিয়ে তুলে আনে তখন সেটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমায়। মাছটি অটোরিকশায় করে টেকনাফ বাজারে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দুই লাখ ৬০ হাজার টাকায় ভোল মাছটা বিক্রি করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদে মাছ ধরার সুযোগ পেয়ে জেলেরা ভালো ভালো মাছ পাচ্ছেন। আমি আশাবাদী জেলেরা আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএমএআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।