মরদেহবাহী অ্যাম্বুলেন্স চাপায় প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফেনীতে মরদেহবাহী অ্যাম্বুলেন্স চাপায় হৃদয় (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় লক্ষ্মীপুর জেলার বিবির হাট এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ফেনীর মোহাম্মদ আলী এলাকায় মহাসড়ক সংলগ্ন এসএনবি নাইস ফুডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

হৃদয়ের শ্যালক আবু রনি জানান, প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। পারিবারিক সিদ্ধান্তে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, হৃদয় মহাসড়কের ঢাকামুখী লেনের পাশ দিয়ে হেঁটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এসময় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হৃদয়ের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।