কিশোরগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো স্কুলছাত্র দুই ভাইয়ের
কিশোরগঞ্জে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
নিহত আলী আকবর (১৩) ও জুনায়েদ (১২) মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ একই এলাকার ফেরদৌসের ছেলে। নিহত দুজন চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
এসকে রাসেল/এফএ/জিকেএস