কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে স্কুলে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ছনকান্দা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়।

অপরদিকে বেলা ১১টার দিকে জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় স্কুল থেকে বের হওয়ার সময় অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে।

নিহত তিনজন হলো- কটিয়াদী উপজেলার মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর (১৩) ও ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. জুনায়েদ (১২)। তাদের মধ্যে আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে ও জুনায়েদ একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তার দুইজন চাচাতো ভাই। নিহত অপর শিক্ষার্থী নোহা আক্তার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মধ্যপাড়া উচ্চ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল আলী আকবর। বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলে আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়। তাদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসী বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

অপরদিকে হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় স্কুল থেকে বের হওয়ার সময় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নোহা আক্তার অটোরিকশা চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এস কে রাসেল/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।