সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সৌদি আরবে কাজ করার সময় ভবন থেকে পড়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাগর মাতুব্বর (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিনতলা ভবনের বারান্দায় গ্রিলের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাগর মাতুব্বর। এ ঘটনায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে চলছে আহাজারি। দুই ভাই চার বোনের মধ্যে সাগর মাতুব্বর বড়।

এর সত্যতা নিশ্চিত করে তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা টিটো মোল্লা বলেন, সাগর মাতুব্বর ৩-৪ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবের দাম্মাম শহরে যান। পরে তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনে কাজ করেন। আজ সন্ধ্যায় শুনতে পাই ভবনের ওপরে কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন।

এন কে বি নয়ন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।