ভৈরব নদে ৪১ জাহাজে অভিযান, দুই লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

যশোরের অভয়নগরে ভৈরব নদে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। পাঁচ ঘণ্টায় ৪১ জাহাজে অভিযান চালিয়ে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনভর নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ‘নৌপথে শৃঙ্খলা ফেরাতে ও লাইটার জাহাজের সংকট বন্ধে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু করা হয়। ভৈরব সেতু সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১ জাহাজে অভিযান চালানো হয়। এসময় ১২ জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২টি জাহাজে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়। শৃঙ্খলা ফেরাতে সব ধরনের নৌপথে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযান চলাকালে নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম, খুলনা নৌপুলিশের এসআই রণজিত কুমার সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।