বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:৩০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া মেইন বাসস্ট্যান্ডে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম ঠিকানা এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। মূল সড়কে উঠার সময় রিকশা ভেঙে পড়ে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কারও পরিচয় মেলেনি। এ ঘটনায় ট্রাকটি আটক করা যায়নি।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।