আশুগঞ্জ বন্দর থেকে নৌযান চলাচল শুরু
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি রুটে সকল প্রকার নৌযান চলাচল শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে নৌবন্দরে নোঙর করা মালবাহী কার্গো জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর ফলে নৌবন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।
আশুগঞ্জ নৌবন্দরের পরির্দশক (পরিবহন) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বিআইডব্লিউটিএর নির্দেশে শুক্রবার সন্ধ্যা থেকে আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ছয়টি রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়। রোয়ানুর প্রভাব কেটে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শনিবার সন্ধ্যা থেকে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে শুক্রবার সন্ধ্যায় আশুগঞ্জ নৌবন্দরে সর্তকতা জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর ফলে আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ছয়টি রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর