সাগরে গোসল শেষে সৈকতে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

কক্সবাজারে সাগরে গোসল শেষে সৈকতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই পর্যটকের নাম ফেরদৌস খান (৪৪)। তিনি ঢাকার কমলাপুরের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, বিকেলে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে ফেরদৌস খানসহ পাঁচ বন্ধু মিলে গোসলে নামেন।

গোসল শেষে কিটকট চেয়ারে এসে বসেন ফেরদৌস। সেখানে হঠাৎ তিনি অসুস্থতা বোধ করার কথা জানান বন্ধুদের। এসময় তিনি বালিতে পড়ে যান। বন্ধুরা লাইফগার্ড ও বিচকর্মীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার হৃদরোগে মৃত্যু হয়েছে। মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। তার পরিবারের লোকজন কক্সবাজারের পথে রওয়ানা দিয়েছেন।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।