আশুলিয়ায় বন্ধ কারখানায় ডাকাতি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১২:২২ পিএম, ০১ মার্চ ২০২৫

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে নগদ অর্থসহ ইলেক্ট্রিক সামগ্রী লুট করেছে ডাকাত দল। এমন অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ।

শনিবার (১ মার্চ) ভোর ৪টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগপাই কম্পোজিট লিমিটেড কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় পাশের একটি বিকাশ এজেন্টের দোকানেও ডাকাতি করেন তারা।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, ওই কারখানাটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানার বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন ছিল। এই সুযোগে ভোরে কারখানায় প্রবেশ করে ২টি কম্পিউটার, আইপিএসের ব্যাটারি, পরিত্যক্ত এয়ার কন্ডিশনার, বৈদ্যুতিক মোটর, জেনারেটরের তার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ।

কারখানার নিরাপত্তা কর্মীদের সুপারভাইজার রাজীব বলেন, কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ভোরে ম্যাগপাই কম্পোজিট লিমিটেড নামের একটি বন্ধ কারখানায় লুটের ঘটনা ঘটেছে। কারখানায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়েছে লুটকারীরা। শিল্প পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। শিল্প পুলিশ ছাড়াও ঘটনাস্থলে সেনাবাহিনী ও থানা পুলিশের টিম উপস্থিত আছে।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।