টাঙ্গাইলে চার ইটভাটা মালিকের ২৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০২ মার্চ ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার এ জরিমানা করেন।

এর মধ্যে মেসার্স এম আর পি ব্রিকসকে সাত লাখ টাকা, সালাম ব্রিকসকে সাত লাখ টাকা, মেসার্স সোনালী ব্রিকসকে সাত লাখ এবং মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইলে চার ইটভাটা মালিকের ২৬ লাখ টাকা জরিমানা

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ জাগো নিউজকে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে জরিমানা করা হয়েছে। এসব ইটভাটায় পাহাড়ের লালমাটি এবং গাছের কাঠ কেটে পাড়ানো হচ্ছিল। এছাড়া চারটি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এসব ইট ভাটা পরিচালনা করে আসছিলো। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।