ক্রেতার ক্ষোভ

রমজান এলেই লেবু আপেল হয়ে যায়

এম মাঈন উদ্দিন
এম মাঈন উদ্দিন এম মাঈন উদ্দিন , উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০২ মার্চ ২০২৫
রমজানকে ঘিরে চট্টগ্রামের মিরসরাইয়ে তিনগুণ বেড়েছে লেবুর দাম

রমজানকে ঘিরে চট্টগ্রামের মিরসরাইয়ে তিনগুণ বেড়েছে লেবুর দাম। চারদিন আগে পাঁচ টাকা পিস বিক্রি হওয়া লেবু এখন বিক্রি হচ্ছে ১৫ টাকায়। লেবুর দাম বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ ক্রেতারা। তবে গত কয়েক বছরের তুলনায় শসা, বেগুনের দাম সহনীয় রয়েছে।

রোববার (২ মার্চ) বাজার ঘুরে দেখা যায়, মাঝারি সাইজের লেবু হালি ৬০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। জাতভেদে লেবু ৮০-১০০ টাকায়ও বিক্রি হচ্ছে।

মিরসরাই পৌর বাজারে তিন আকারের লেবু দেখা গেছে। সবচেয়ে বড় লেবুর হালি ৮০-১০০ টাকা। মাঝারি ৬০ টাকা। আর ছোট আকারের লেবু হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।

রমজান এলেই লেবু আপেল হয়ে যায়

জাহাঙ্গীর আলম নামের একজন লেবু ব্যবসায়ী বলেন, ‘কিছুদিন আগেও এক বস্তা লেবুর দাম ছিল দেড় থেকে দুই হাজার টাকা। এখন কিনতে হয় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকায়। বেশি দামে কেনা, তাই বিক্রিও বেশি দামে।’

প্রতিবস্তায় ১ হাজার ৮০০ থেকে দুই হাজার লেবু থাকে বলে জানান তিনি।

লেবু বাগানের মালিক রবিউল হোসেন বলেন, ‘লেবুর এখন সিজন না, তাই দাম বেশি। উৎপাদন খরচও বেশি। চাষিদের কাছ থেকেই বেশি দামে কেনা। তাই বাড়তি দামে বিক্রি করা লাগছে।’

লেবুর সিজন এখনো আসেনি। এমন সময় রোজার মাস পড়েছে। সিজন ছাড়া দাম কমার সম্ভাবনাও কম বলে জানান এই ব্যবসায়ী।

নজরুল ইসলাম নামের একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রমজান মাস এলেই লেবু আপেল হয়ে যায়। দাম বেড়ে যায়। স্বস্তিতে কেনার সামর্থ্য থাকে না।’

এম মাঈন উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।