কুষ্টিয়ায় বিনামূল্যে চাল-ডাল পেলেন ৪৫০ দরিদ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৪ মার্চ ২০২৫

খোলা আকাশের নিচে কাপড়ের শামিয়ানা টানানো। তার নিচে প্লাস্টিকের চেয়ার পেতে বসে আছেন বিভিন্ন বয়সী কয়েকশ অসহায় ও দুস্থ মানুষ। একপাশে প্লাস্টিকের টেবিলে চাল, ডাল, আলু, তেল, খেজুর, লবণ, মুড়িসহ নিত্য পণ্যের পসরা সাজিয়েছেন একদল যুবক। একজন প্রচার মাইকে বসে থাকা ব্যক্তিদের নাম ঘোষণা করছেন। ঘোষিত নামের ব্যক্তি প্রথমে একটি ব্যাগ নিচ্ছেন। এরপর ফাঁকা ব্যাগ নিয়ে ১০ মিটার সামনে যেতেই নিত্যপণ্যে ভরে যাচ্ছে ব্যাগটি। তবে ব্যাগ ভর্তি পণ্য কিনতে লাগছেনা একটি টাকাও।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজ মাঠে এমন দৃশ্য দেখা যায়।

‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রমাদানের ফ্রি বাজার’ শীর্ষক এ কার্যক্রম পরিচালনা করছে।

jagonews24

সকালে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। সংগঠনটির সভাপতি আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান প্রমুখ।

অসহায় ও দুস্থ মানুষ পবিত্র রমজান মাসে যেন ভালোভাবে সাহরী ও ইফতার করতে পারেন সেজন্য এ আয়োজন করা হয়েছে বলে জানান ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি মো. আশিকুল ইসলাম চপল। তিনি বলেন, ৪৫০ জন মানুষের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি চাল, এক কেজি করে তেল, ছোলা, মসুর ডাল, খেজুর, মুড়ি, লবণ, তিন কেজি আলু ও একটি ব্যাগ বিতরণ করা হয়েছে।

jagonews24

এদিকে বিনামূল্যে নিত্যপণ্য পেয়ে খুশি হতদরিদ্র মানুষ । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বাজারে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম। আয় না বাড়লেও দাম বেড়েই চলেছে। রমজানে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। এখান থেকে আমাদের চাল, ডাল, তেল, আলুসহ মেলা কিছু দিয়েছে। এতে আমরা খুব খুশী।

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের ইতিবাচক এই কার্যক্রমকে স্বাগতম জানিয়েছেন ইউএনও এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, অসহায় ও দুস্থদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।

আল-মামুন সাগর/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।