নরসিংদীতে রমজানে সুলভমূল্যে বিক্রি হচ্ছে দুধ-ডিম
নরসিংদীতে পুরো রমজানজুড়ে সপ্তাহে দুদিন সুলভমূল্যে দুধ-ডিম বিক্রি হচ্ছে। বুধবার (৫ মার্চ) দুপুরে নরসিংদী সদরের ব্রাহ্মন্দী এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী এ কার্যক্রম নেওয়া হয়েছে।
যেখানে দুধ পাওয়া যাচ্ছে ৮০ টাকা লিটারে, ডিম পাওয়া যাচ্ছে ১২টি ১০০ টাকায় এবং ২৪টি ২০০ টাকায়। মুরগি পাওয়া যাচ্ছে কেজি প্রতি ১৭০ টাকা যা। স্বল্প আয়ের মানুষদের হাতের নাগালে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সজ্ঞিত সাহা/আরএইচ/জেআইএম