অবশেষে সেই শিশুদের ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০ পিএম, ২৩ মে ২০১৬

ফেনীর ফুলগাজী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার বিকেলে উপজেলার গিতাবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন দুপুরে ফুলগাজী উপজেলার গীতা বাড়িয়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ২১৩১ পিলার সংলগ্ন স্থানে খেলা করছিল শিশু নাজিম উদ্দিন (৯), বিটু আহম্মেদ (১০) ও ওসমান গণি (৯)।

এসময় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। বিএসএফ-বিজিবির বৈঠকের পর সোমবার বিকেলে তাদের বিজিবির কোম্পানি কমান্ডার নাজমুল আহসানের হাতে হস্তান্তর করে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

নাজিম উদ্দিনের বাবার নাম সিরাজুল হক। বিটু আহম্মেদের বাবা আল আমিন ও ওসমান গণির বাবার নাম জাফর আহাম্মদ। তারা উপজেলার দক্ষিণ কোমাল্লা গ্রামের বাসিন্দা

ফেনীস্থ ৪ বিজিবির পরিচালক শামিম ইফতেখার তিন শিশুকে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।