মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মূল্যতালিকা না থাকায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৬ মার্চ ২০২৫

রমজানে যানজট নিরসন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে লক্ষ্মীপুরের রায়পুরের হায়দারগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্যতালিকা না থাকাসহ নয়টি বিভিন্ন মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান অভিযান পরিচালনা করেন।

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মূল্যতালিকা না থাকায় জরিমানা

শাহেদ আরমান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, সড়কের মধ্যে পার্কিং ও দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না থাকায় পৃথক নয়টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের তত্ত্বাবধায়ক ডালিম চন্দ্র দাস বলেন, হায়দারগঞ্জ বাজারের আধুনিক মেডিকেল হলসহ তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।