খালুর দুই চোখ উপড়ে পালালো যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৭ মার্চ ২০২৫

যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালুর দুই চোখ উপড়ে ফেলে পালিয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের বকচর করিম পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার শহিদুল ইসলাম (৬০) বকচর করিম পাম্প কবরস্থান রোড এলাকার বাসিন্দা। হামলাকারী সাদ্দাম (৩০) তার ভায়রাভাই শাহ জামালের ছেলে।

আহত শহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবারের সদস্যরা জানান, শহিদুল কৃষিকাজ করেন। আর হামলাকারী সাদ্দাম হোসেন পেশায় ট্রাকচালক ও মাদকাসক্ত। ঘটনার রাতে সাদ্দাম আকস্মিকভাবে শহিদুলের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তার চোখে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দ্রুত শহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

শহিদুলের মেয়ে মারুফা জানান, তার বাবা এবং প্রতিবেশী তৌহিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছিল। মারুফার দাবি, তৌহিদের সঙ্গে সাদ্দামের সখ্য রয়েছে। তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তার বাবার ওপর হামলা চালিয়েছেন। তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

তবে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে একাধিক টিম মাঠে নেমেছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।