কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০০ এএম, ০৭ মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশে ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুট্টাপাড়া মহাসড়কের পাশে খেলার মাঠের উল্টো পাশে ঝোপে কান্নার শব্দ শুনে এগিয়ে যান পথচারীরা। সেখানে গিয়ে দেখে কাঁথায় মোড়ানো একটি মেয়ে নবজাতক। খবর পেয়ে সরাইল থানা টহল টিম নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি জানান, শিশুটির বয়স এক বা দুদিন হবে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে জানানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।